BRAKING NEWS

এনজিটি চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): ন্যাশনাল গ্রিন ট্রাইৱু্যনাল (এনজিটি)-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল| সোমবার এনজিটি-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন তিনি| প্রসঙ্গত, গত ৬ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসর নেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল, সোমবার ৯ জুলাই এনজিটি-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন তিনি| আগামী পাঁচ বছরের জন্য এই দায়িত্ব সামলাবেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল|

২০১০ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইৱু্যনাল (এনজিটি) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জাস্টিস আদর্শ কুমার গোয়েল হলেন এনজিটি-র তৃতীয় চেয়ারপার্সন| ২০১৭ সালের ডিসেম্বর মাসে এনজিটি চেয়ারপার্সন হিসেবে অবসর নেন জাস্টিস এস কুমার| এরপর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন বিচারপতি উমেশ দত্তাত্রেয় সলভি| ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ অবসর নেন সলভি| সলভির পর এনজিটি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব সামলান জাস্টিস জে রহিম| অবশেষে সোমবার, ৯ জুলাই ন্যাশনাল গ্রিন ট্রাইৱু্যনাল (এনজিটি)-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *