রোগীর মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভাঙচুর তেলিয়ামুড়া হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ জুলাই৷৷ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ অভিযোগ চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে৷ তবে চিকিৎসকরা এই অভিযোগ খন্ডন করেছেন৷ ঘটনা শনিবার সকালে৷ গোটা হাসপাতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন৷

জানা গিয়েছে, লেম্বুছড়ার বাসিন্দা হরিমোহন সরকার (৮৬) শনিবার তাঁর নিজ বাড়িতে শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁর ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যান৷ রোগীর পরিবারের অভিযোগ, রোগীর খারাপ অবস্থার কথা জানানোর পরও কোনও চিকিৎসক রোগীকে দেখতে আসেননি৷ ঘন্টাখানেক পর ডাক্তার এসে রোগীকে মৃত বলে ঘোষণা করেন৷

এতে উত্তেজিত হয়ে পড়েন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা৷ শুরু হয় হই হট্টগোল৷ একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ হাসপাতালে শুরু হয়ে যায় ভাঙচুর৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে থানা সূত্রে জানা গেছে৷ অপরদিকে চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মিথ্যা বলে জানিয়েএছন কর্তব্যরত চিকিৎকরা৷ তাঁদের বক্তব্য, সে সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইনডোরে এক সংকটজনক রোগীকে দেখছিলেন৷ তিনি জানান, ইমার্জেন্সিতে রোগী আসর পর খবর পেয়ে তিনি আউটডোর থেকে ছুটে আসেন ইমার্জেন্সিতে৷ তারপর পরীক্ষা করে দেখেন রোগী মৃত৷ অপরদিকে রোগীর পরিবারের লোকেরা জানান, ইমার্জেন্সিতে কল করার প্রায় এক ঘন্টা পর ডাক্তার আসেন৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে এর আগেও চিকিৎসকদের কর্তব্যে গাফিলতির কারণে মৃত্যুর বহু অভিযোগ উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *