নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ প্রথম বর্ষের ভর্তিকে কেন্দ্র করে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে বলে দাবি করেছে এসএফআই৷ ছাত্র সংগঠনটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নানা সমস্যায় প্রতিদিন পরতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের৷ কলেজের ভিতরে কিছু মাতববর ছাত্র এই সমস্যাকে তীব্রতর করে তুলছে৷ কিছু না বুঝে, না জেনে গেরুয়াদারী কিছু মাতববর ছাত্র প্রতিদিন ছাত্র-ছাত্রীদের হয়রানি করছে৷ মিথ্যা আশা দিয়ে ছাত্র-ছাত্রী, অবিভাবকদের ঘন্টার পর ঘন্টা কলেজে আটকে রাখে৷ আজ রামঠাকুর কলেজে এমন ঘটনা ক্ষোভ আছড়ে পরে রাজপথে৷ প্রতিবাদে কলেজ গেইটে বিক্ষোভ দেখায় ভর্তি হতে আসা ছাত্র-ছাত্রীরা৷ অধিক রাত পর্যন্ত ঘেরাও চলে৷ ছাত্র-ছাত্রীদের এই ঘেরাও অভিযান থামাতে টি এস আর নামাতে হয়৷ কলেজের নিয়ম-কানুন তুয়াক্কা না করে, মেধা তালিকা না দেখে, কর্তৃপক্ষের সঙ্গে না বুঝে মাতববর ছাত্ররা কলেজে আসা ছাত্র-ছাত্রীদের মিথ্যা আশ্বাস দিয়ে রামঠাকুর কলেজে বসিয়ে রাখে৷ যার ফলে তাদের মধ্যে কারোর কারোর অন্য কলেজে ভর্তির সুযোগও নষ্ট হয়ে যায়৷ দিনের শেষে ভর্তির সুযোগ না পেয়ে কলেজ গেইটে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা৷ এদিকে ভর্তি প্রক্রিয়ায় স্বেচ্ছাসেবক দেওয়াকে কেন্দ্র করে গতকাল এমবিবি কলেজে এভিবিপি ও আতিসা’র মধ্যে ব্যাপক সমস্যা তৈরী হয়৷ একে কেন্দ্র করে ভর্তি হতে আসা ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয়ের সঞ্চার হয়৷ এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানায় এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটি৷ কলেজের ভিতর যে সকল মাতববর ছাত্ররা ছাত্র-ছাত্রীদের সামনে সমস্যা তৈরী করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি৷
2018-07-08