BRAKING NEWS

ছেলেধরা সন্দেহে মহারাষ্ট্রে পাঁচজনকে পিটিয়ে হত্যা : অবশেষে ধৃত মূল অভিযুক্ত

ধুলে (মহারাষ্ট্র), ৫ জুলাই (হি.স.): অবশেষে সাফল্য পেল পুলিশ| মহারাষ্ট্রের ধুলে জেলায় ছেলেধরা সন্দেহে পাঁচজনকে পিটিয়ে মারার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে| ধৃতের নাম হল, মাহারু পওয়ার (২২)| পার্শ্ববর্তী নান্দুরবার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মাহারু পওয়ারকে| গত রবিবার সরকারি পরিবহণ নিগমের বাস চেপে মহারাষ্ট্রের ধুলে জেলার আদিবাসী অধ্যুষিত রাইনপাডা গ্রামে পৌঁছেছিলেন পাঁচজন ব্যক্তি| সাপ্তাহিক হাটে একটি বাচ্চা মেয়ের সঙ্গে তাঁদের মধ্যে একজনকে কথা বলার চেষ্টা করতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের| গ্রামবাসীরা বহিরাগতদের শিশু পাচারকারী দলের সদস্য হিসেবে ভেবে নেন| এরপর শুরু হয় গণধোলাই| বেদম প্রহারে মৃত্যু হয় পাঁচজন ব্যক্তির|
বাকরুদ্ধকর এই ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন ২৩ জনকে আটক করেছিল পুলিশ| তবে, মূল অভিযুক্ত মাহারু পওয়ার রোমহর্ষক এই ঘটনার পর থেকেই পলাতক ছিল| অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ২২ বছর বয়সি মাহারু| পুলিশ সুপার (ধুলে) এম রামকুমার জানিয়েছেন, বুধবার পার্শ্ববর্তী নান্দুরবার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মাহারু পওয়ারকে| ঘটনার পর থেকেই সে পলাতক ছিল| পুলিশ সূত্রের খবর, কি কারণে এই আক্রোশ, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *