
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী-র পাসপোর্ট বাতিল হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। অথচ, এখনও পালিয়ে বেড়াচ্ছে সে। অবশেষে নীরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ (আরসিএন) জারি করল ইন্টারপোল।
Designed using Magazine News Byte. Powered by WordPress.