সোপিয়ানে গ্রেনেড হামলায় জখম দু’জন সৈনিক, দায় স্বীকার জইশ-ই-মহম্মদের

শ্রীনগর, ২৯ জুন (হি.স.): ভূস্বর্গে অব্যাহত জঙ্গিদের উপদ্রব| এবার ঘটনাস্থল দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলা| সোমবার সকালে সোপিয়ান জেলার আহগাম গ্রামে সন্ত্রাসবাদী হামলায় গুরুতর জখম হলেন ভারতীয় সেনাবাহিনীর দু’জন সৈনিক| গুরুতর জখম অবস্থায় দু’জন সৈনিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোপিয়ান-এর এসএসপি শৈলেন্দ্র মিশ্র জানিয়েছেন, সোমবার সকালে সোপিয়ান জেলার আহগাম গ্রামে সেনাবাহিনীর পেট্রোলিং পার্টি লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| আচমকা গ্রেনেড বিস্ফোরণে জখম হয়েছেন দু’জন সৈনিক|

 গ্রেনেড হামলা চালানোর পরই সুযোগ বুঝে পালিয়ে যায় অন্তত দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী| গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| যদিও, সন্দেহভাজন জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোপিয়ান জেলার আহগাম গ্রামে আর্মি গুড স্কুলে মোতায়েন ছিলেন সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা| সোমবার সকালে জওয়ানরা যখন টহল দিচ্ছিলেন, তখনই গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা|

সোপিয়ানে গ্রেনেড হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠন| জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের মুখপাত্র বিবৃতি মারফত জানিয়েছে, তাদের ক্যাডাররাই সোপিয়ানের আহগাম গ্রামে সন্ত্রাসী হামলা চালিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *