
নতুন মূল্য অনুযায়ী, কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৭৮.৬১ টাকা|দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৫ টাকা ৯৩ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৮৩ টাকা ৬১ পয়সা| পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৭৮ টাকা ৮০ পয়সা| এছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৭০.১৬ টাকা (কলকাতা), ৬৭.৬১ টাকা (দিল্লি), ৭১.৮৭ টাকা (মুম্বই) এবং ৭১.৩৬ টাকা (চেন্নাই)| পেট্রোল ও ডিজেলের মূল্য নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমি জনতা।