
প্রসঙ্গত, এর আগে শহিদ রাইফেলম্যান ঔরঙ্গজেবের বাড়িতে যান সেনাপ্রধান বিপীন রাওয়াত| ঔরঙ্গজেবের বাড়িতে গিয়ে তাঁর বাবা সহ পরিবারের সদস্যদের কথা বলেন সেনাপ্রধান| সেনা জওয়ান ঔরঙ্গজেবের বলিদান ব্যর্থ হবে না, বাড়িতে গিয়ে পরিবারকে এমনটাই বলেন সেনাপ্রধান বিপীন রাওয়াত| উল্লেখ্য, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন রাইফেলম্যান ঔরঙ্গজেব| পুলওয়ামা জেলায় তাঁকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা| এরপর ১৪ জুন ঔরঙ্গজেবের বুলেটবিদ্ধ দেহ উদ্ধার হয়|