বল বিকৃতির অভিযোগে আইসিসির রোষের মুখে শ্রীলঙ্কার অধিনায়ক

সেন্ট লুসিয়া, ১৭ জুন (হি.স.) : ফের বল বিকৃতির অভিযোগে কলঙ্কিত ক্রিকেট। এবার শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চাণ্ডিমালের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠল। রবিবার আইসিসির তরফেজানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল বিকৃতি করেছেন দীনেশ। এদিন টুইট করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানায়, “আইসিসির কোড অফ কনডাক্টের ২.২.৯ লেভেললঙ্ঘন করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চাণ্ডিমাল।” এই একই চার্জে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দোষী ঘোষিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফ্ট। যে জল অনেকদূরগড়ায়। নির্বাসিত করা হয় অজি নেতা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকেও।

ঘটনাটি ঘটে শনিবার। সেন্ট লুসিয়ায় শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠের পরিবেশ। দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গুল্ড শ্রীলঙ্কার বিরুদ্ধেবলের অবস্থা পরিবর্তনের অভিযোগ জানান। আর তাই সেদিন মাঠে নামার আগে সেই বল বদলের সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে পেনাল্টি হিসেবে অতিরিক্ত পাঁচ রান দিয়ে দেওয়া হয় ক্যারিবিয়ানদের।এমন পরিস্থিতিতে মাঠে নামতেই রাজি হননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ক্ষুব্ধ অধিনায়ক চাণ্ডিমাল জানিয়ে দেন, তাঁরা খেলতে রাজি নয়। এমনকি ড্রেসিংরুমে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গেতর্ক জুড়ে দেন তিনি। তাঁর সঙ্গ দেন দলের কোচরাও। পেনাল্টি রান দেওয়া নিয়েও আপত্তি জানান তাঁরা। ফলে খেলা শুরু হতে প্রায় দু’ঘণ্টা দেরি হয়। সকাল সাড়ে ন’টায় খেলা শুরু হওয়ার কথা,সেখানে তা শুরু হয় সাড়ে এগারোটায়।আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী বল বদলেই খেলা হয়। শেষমেশ আইসিসির রোষের মুখ থেকে রক্ষা করা গেল না চাণ্ডিমালকে। এবার দেখার কী শাস্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *