
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, হিমাচল প্রদেশে বেরাতে গিয়েছিলেন শিশু ও মহিলা সহ অন্তত আটজন পর্যটক| পার্বত্য রাজ্য ঘুরে দেখার পর সোমবার ভোরে এসইউভি গাড়িতে চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন, সোমবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ অমৃতসরের সন্নিকটে, খালচিয়ান এলাকায় জাতীয় সড়কের উপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে এসইউভি গাড়িটি| জোরালো সংঘর্ষের জেরে এসইউভি গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনার সময় ওই স্থানে উপস্থিত মানুষজনদের উদ্যোগে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনজন মহিলা ও একটি শিশু সহ সাতজনের মৃত্যু হয়| সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছে মাত্র তিনমাস বয়সি একটি শিশুকন্যা| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাস্তার ধারে ঢাবার কাছে দাঁড়িয়েছিল একটি ট্রাক| সকাল ৫.৩০ মিনিট নাগাদ যাত্রীবোঝাই একটি এসইউভি গাড়ি বেসামাল হয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে| খালচিয়ান পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার অবতার সিং জানিয়েছেন, ‘মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল এসইউভি গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|’