নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷প্রবল বর্ষণ থেমেছে। রাজ্যের বেশিরভাগ জেলায় জল নামতে শুরু করেছে। প্রধান নদীগুলির জলও ধীরে ধীরে নামতে শুরু করেছে। জনজীবন ফিরছে স্বাভাবিক ছন্দে। জল নেমে যাওয়ায় শরণার্থীরাও ঘরমুখি হচ্ছেন বলে জানা গেছে। তবে এখনও কৈলাসহরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি।
এখনও কৈলাসহরের বহু এলাকা থেকে জল নামেনি। জোরকদমে চলছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ। ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্রে জানা গেছে, এখনও কৈলাসহরে বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি। বেশিরভাগ জায়গায় জল আটকে রয়েছে। ফলে অনেকেই বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছন। ফিরতে পারছেন না নিজেদের বাড়িতে।
জানা গেছে, এখন পর্যন্ত ত্রাণ শিবিরের সংখ্যা হয়েছে ২৭৬টি। আগে ছিল ২২৪টি। এখন পর্যন্ত প্রায় ২১,৭২১টি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের জন্য হেলিকপ্টারে করে শুকনো খাবার পাঠানো হয়েছে সরকারি তরফ থেকে।
জানা গেছে, সরকার বন্যা পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে দিনরাত কাজ করে চলছে। কিন্তু বাংলাদেশেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় রাজ্য থেকে জল নীচে নামছে না।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব কৈলাসহর, কুমারঘাট, ফটিকরায় ইত্যাদি বন্যাকবলিত জায়গাগুলি পরিদর্শন করেছেন। পাশাপাশি বন্যার্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও তিনি করেছেন।
বিগত কয়েকদিনের মুষলধারে বৃষ্টির কারণে সমগ্র রাজ্যে বন্যা দেখা দিয়েছে। বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৈলাসহর এবং কুমারঘাট। এছাড়া ক্ষতি হয়েছে কৃষি, নষ্ট হয়েছে রাস্তাঘাট। বন্যায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় খোয়াই শহরের বিভিন্ন জায়গায় ১০টি শরণার্থী শিবির খোলা হয়েছে। গোটা জেলায় ৪৭টি শরণার্থী শিবির খোলা হয়েছে। আর এই শিবিরগুলিতে ১২ হাজারেরও উপর শরণার্থী আশ্রয় নিয়েছেন।
অপরদিকে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে বন্যার জন্য প্রচুর শরণার্থী শিবির খোলা হয়েছে। সামগ্রিকভাবে দেখতে গেলে রাজ্যে বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথ, সড়কপথ। পাহাড়ে রেলে ধস পড়ার কারণে আগরতলা থেকে বহিঃরাজ্যের সঙ্গে যোগাযোগকারী এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গেছে, রবিবারও রেল চলাচল বন্ধ আছে। পাশাপাশি তাঁরা এ-ও জানিয়েছে, দ্রুতগতিতে রেলওয়ে ট্র্যাক থেকে ধস সরানোর কাজ চলছে। আশা করা যাচ্ছে, সোমবার থেকে পুনরায় রেল চলাচল করবে।