
পবিত্র রমজান মাসে সন্ত্রাসী হামলায় রক্ত ঝরল আফগানিস্তানের রাজধানী কাবুলেও| সোমবার কাবুল শহরের দারুলামান এলাকায় অবস্থিত গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রকের কাছে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচজনের, এছাড়াও জখম হয়েছেন অন্তত ২০ জন| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি| তবে, প্রশাসনের অনুমান, এই হামলার নেপথ্যে তালিবান জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে|