নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ দুই বাংলাদেশী চোরের গণপ্রহারে মৃত্যু হয়েছে৷ জানা গেছে, লঙ্কামুড়া মলিকাপাড়া এলাকায় গতরাতে ৮/১০ জনের বাংলাদেশী চোর হানা দেয়৷ তাদের মধ্যে দুইজনকে স্থানীয় জনগণ পাকড়াও করে৷ গণপ্রহারে তাদের মৃত্যু হয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, ওই দুই চোরের মৃত্যুর পর পুলিশে খবর দেন এলাকাবাসী৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে৷
2018-06-08