
রমজান মাসে টানা সংঘর্ষ বিরতি জারি করা হলেও, পাকিস্তান তা মানেনি৷ পরপর হামলা চালিয়ে গিয়েছে৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সংঘর্ষ শুরু করলে, তার যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতও৷ তিনি বলেন, ভারত রমজান মাসে শান্তিচুক্তি বহাল রেখে সম্মান জানিয়েছিল৷ কিন্তু পাকিস্তান সেই সম্মানের মর্যাদা রাখেনি৷ তাই পাকিস্তান আলোচনা চাইলেও তাদের সামনে শর্ত রাখবে ভারত৷ কারণ সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে কোনওভাবেই চলতে পারেনা৷ আগে পাকিস্তানকে হামলা চালানো ও সন্ত্রাসের আমদানি বন্ধ করতে হবে৷ তারপর আলোচনার জন্য প্রস্তুত হবে ভারত৷
উল্লেখ্য, ভারত-পাক সীমান্তে গত সপ্তাহে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর করতে সম্মত হন দুই দেশের সেনার ডিজিএমও। কিন্তু, অস্ত্রবিরতি চুক্তি কার্যকর করার পর পরই ফের ভারতীয় সীমান্ত লক্ষ করে গুলি চালানো শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। সোমবার রাত থেকে সীমান্ত লক্ষ্য করে ফের গুলি চালানো শুরু করে পাকিস্তান। রাজৌরির নওশেরার বেশ কিছু সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। সেনা সূত্রে খবর, নওশেরার সেনা ছাউনি লক্ষ্য করেই শুধু নয়, সেখানকার জনবসতি লক্ষ্য করেই গুলি চালানো শুরু করে পাকিস্তান। তবে হামলার আঁচ পাওয়ার পর পরই তার যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও। এমনকি আজও জঙ্গি হামলার শিকার হয় ভারতীয় সেনা | আজ মঙ্গলবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে জঙ্গিদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীর গাড়ি। হতাহতের কোনও খবর নেই। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। গত রবিবার সকালে অর্থাত ৩ জুন সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাকিস্তান। যার জেরে ২ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। পাকিস্তানের গোলাগুলিতে রবিবার সকালে ৩ স্থানীয় বাসিন্দাও আহত হন বলে খবর। যা নিয়েই সরব হয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী |
প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিনা প্ররোচনাতেই এতগুলো হামলা করেছে পাকিস্তান৷ ভারতীয় সেনা জওয়ানরাও তার জবাব দিয়েছে৷ সন্ত্রাসের কড়া উত্তর রয়েছে ভারতের কাছে৷ ভারতের অধিকার রয়েছে নিজের মাটির রক্ষা করা৷ তা করে যাবে দেশ৷ তিনি আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রকের কাজ শুধু সংঘর্ষবিরতি চুক্তি কতবার লঙ্ঘন হল, তা হিসেব করা নয়৷ তার সেনা জওয়ানরা সফলভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে পারছে কিনা, তাও নজর রাখে প্রতিরক্ষা মন্ত্রক৷ এই মন্ত্রক সদা সতর্ক৷ অতন্দ্র প্রহরায় রয়েছে ভারতীয় সেনা৷ সীমান্তের সুরক্ষার জন্য কোনও আপোষ নয়৷
এর আগে, পরপর সেনা ছাউনীতে হামলার জেরে কড়া প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী৷ তিনি বলেন জঙ্গিরা অবশ্যই পাকিস্তানের সাহায্য পায়। ভারতে সন্ত্রাসের পিছনে যে পাকিস্তানের মদত রয়েছে, সে তথ্য বারবার দেওয়া হয়েছে। কিন্তু ইসলামাবাদ তা প্রতিবার অস্বীকার করেছে। পাকিস্তান এবার উপযুক্ত জবাব পাবে।
এদিন তিনি পাকিস্তানের পাশাপাশি কংগ্রেসকেও বার্তা দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ | তিনি বিগত কয়েক মাস ধরে কংগ্রেসের পক্ষ থেকে তোলা রাফায়েল চুক্তিতে দূর্নীতির অভিযোগকে উড়িয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী | এবিষয়ে তাঁর সাফ জবাব, রাফায়েল নিয়ে কোনও রকম দূর্নীতি হয়নি |