ওষুধের দোকানে উদ্ধার প্রচুর নেশা সামগ্রী, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে পশ্চিম জেলার পুলিশ শনিবার রানীরবাজারের মোহনপুরে এক অভিযান চালিয়ে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ স্থানীয় একটি ওষুধের দোকান থেকে এই নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বিভিন্ন সূত্র থেকে রানীরবাজার থানা এবং জেলা পুলিশের কাছে খবর আসে, স্থানীয় একটি ওষুধের দোকানে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুত আছে৷ ওই সব নেশা সামগ্রীর এজেন্ট হিসাবে সংশ্লিষ্ট দোকান মালিক কাজ করেন৷ বহুদিন ধরে এই অভিযোগ আসছিল৷

কিন্তু, সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগ আসার পরই সাদা পোশাকে পুলিশ লাগানো হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়৷ শনিবার আচমকা বিশাল পুলিশ বাহিনী দোকনটি ঘিরে ফেলে এবং তল্লাসী অভিযান শুরু করে৷ এই দোকান থেকে পুলিশ প্রচুর পরিমাণে ফেন্সিডিল এবং কোরেক্স উদ্ধার করেছে৷ রাজ্যের বিভিন্ন এলাকায় এসব নেশা সামগ্রী পাঠানো হত বলে পুলিশের ধারণা৷ একই সঙ্গে বাংলাদেশেও এসব নেশা সামগ্রী পাঠানো হত বলে পুলিশ জানিয়েছে৷ অবৈধ নেশা সামগ্রী মজুত করা এবং বিক্রির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ কৃষ্ণকান্ত দেবনাথ নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে৷ তবে, পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও কয়েকজনকে গ্রেপ্তার করতে পারে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *