
টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে দুর্ভোগে পড়বেন গ্রাহকরা, এমনটাই স্বাভাবিক| তাই গ্রাহকরাও এবার সচেতন হয়ে উঠেছেন| মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ব্যাঙ্কে ভিড় জমান গ্রাহকরা| উদ্দেশ্য একটাই, প্রয়োজনীয় টাকা হাতে রাখতে হবে| লম্বা লাইন ছিল এটিএম গুলিতেও|
Designed using Magazine News Byte. Powered by WordPress.