নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): জোড়া এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে। পরিকাঠামো গত উন্নয়নের উপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে এবং ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১০টা ২১ মিনিট নাগাদ দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। প্রায় ২৭ বছর ধরে প্রতিক্ষার অবসান হল এদিন। এরপর একটি রোড শোও করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ছাড়াও রোড শোয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও মনসুখ মানধাভিয়া প্রমুখরা। প্রধানমন্ত্রীকে দেখতে সেই সময় উপস্থিত ছিলেন বহু মানুষ ।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার দুপুর ১২ নাগাদ উত্তরপ্রদেশের বাগপথে ১৩৫ কিলোমিটার দৈর্ঘ্য ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ২১ শতকের ভারত কেমন হবে তার উদাহরণ এটি। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উত্তরপ্রদেশের বাগপতে বলেন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে উৎপাদন শিল্পে এক নতুন জোয়ার এসেছে। তার ফলে এখন গোটা দেশের ১২০টি মোবাইল ফোন উৎপাদনকারী কারখানা গড়ে উঠেছে। চার বছর আগে সারা দেশে এই সংখ্যাটা ছিল মাত্র ২টি। পরিকাঠামোগত উন্নয়নের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিকাঠামোকে ধর্ম, বর্ণ, জাতপাত শ্রেণী দিয়ে বিভাজন করা উচিত নয়। আর এটাই সরকার বিগত চার বছরে করেছে। সেই সূত্রে বিদ্যুৎ, জল, সড়ক সংক্রান্ত উন্নয়ন সরকার করেছে।সমাজের অনগ্রসর শ্রেণীর উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলিতদের উপর অত্যাচার বন্ধ করার জন্য বিশেষ আদালত গড়ে তোলা হয়েছে।
অন্যদিকে, কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘অনগ্রসর শ্রেণী, আদাবাসীদের জন্য যখন কোনও উদ্যোগ গ্রহণ করা হয়েছে তখনই কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি উপহাস করেছে। উন্নয়নের পথে কংগ্রেসই প্রধান অন্তরায়।’ কংগ্রেস দলের মধ্যে থাকা পরিবারতন্ত্রের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি পরিবারের পুজো করা দল কখনই লোকতন্ত্রের পূজারী হতে পারে না। এই লোকগুলি সার্জিক্যাল স্ট্রাইক করার দেশের সেনাদের সাহসিকতার প্রতিও সন্দেহ প্রকাশ করে। যখন কোনও আন্তর্জাতিক সংস্থা হিন্দুস্থানের প্রশংসা করে তখন সেই সব সংস্থার বিরুদ্ধেও তারা (কংগ্রেস) ডান্ডা নিয়ে দৌড়ায় । মোদীর বিরুদ্ধে সরব হয়ে আদতে ওরা দেশেরই বিরোধিতা করছে। কংগ্রেসের কাছে পরিবার বেশি গুরুত্ব পেয়েছে। কিন্তু বিজেপির কাছে গোটা দেশই পরিবার। বিরোধী এখন ইভিএম, রিজার্ভ ব্যাঙ্ক, তদন্তকারী সংস্থাগুলি এবং মিডিয়ার উপর পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে। আগে যেখানে একদিনে ১২ কিলোমিটার রাস্তা তৈরি হতো এখন সেখানে ২৭ কিলোমিটার রাস্তায় তৈরি হচ্ছে। ১০০ টির বেশি বাড়গেজ বানানো হচ্ছে।
পাশাপাশি উত্তরপ্রদেশের আখ চাষিদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, ১৩ কোটির মুদ্রা যোজনায় ৭৫ শতাংশই মহিলা। রাজ্যের আখ চাষিদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, আখ চাষিদের বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে দেখছে।
অন্যদিকে জোড়া এক্সপ্রেসওয়ে সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, লোক দেখানো নয়। এটি আমাদের সাফল্য। এর থেকে প্রমাণিত হয় কংগ্রেস কোনও কাজের নয়। উন্নয়ন প্রসঙ্গে কংগ্রেস চিন্তিত নয়।