জিরিবাম (মণিপুর), ২৭ মে (হি.স.) : মণিপুরে অবৈধ অনুপ্রবেশকারী-বিরোধী অভিযান চলছে বেশ কয়েক মাস থেকে। মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহের কড়া অবস্থানে প্রায় প্রতিদিন অনুপ্রবেশকারী শনাক্ত করতে সন্দেহভাজন এলাকার পাশাপাশি রাজ্যের প্রবেশদ্বারে সংস্থাপিত চেকপোস্টে চলে পুলিশি অভিযান। এই অভিযানের অঙ্গস্বরূপ আজ রবিবার অবৈধভাবে প্রবেশ করার দায়ে ছয় ব্যক্তিকে আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে অসমে পুশব্যাক করেছে মণিপুর পুলিশ প্রশাসন।
অসমের কাছাড় জেলার জিরিবাম সংলগ্ন মণিপুরের জিরিবাম সীমান্তে সিআইডি (স্পেশাল ব্রাঞ্চ)-এর বিদেশি শনাক্তকরণ চেকপোস্টে অন্যান্য দিনের মতো আজও বিভিন্ন যানবাহনে নিয়মিত তালাশি চালানো হচ্ছিল। তালাশিতে ছয় ব্যক্তির কাছে কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি। অসম সীমান্তের যে পথে তারা মণিপুরে প্রবেশ করেছিলেন সে পথে পত্রপাঠ তাদের পাঠিয়ে দিয়েছেন সিআইডি অফিসাররা।
যাঁদের পুশব্যাক করা হয়েছে তারা লালসিয়েমসাং, দাবাসি রাজুয়াল, বিষ্ণু রিকিয়াসন, সুদীপ কালিন্দি, মুনুর উদ্দিন এবং আবদুল হাফিজ।