
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শিশু ও মহিলা সহ মোট পাঁচজনের| এছাড়াও কমবেশি আহত অবস্থায় অন্তত আটজনকে জম্মু শহরের গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের নাম হল, গাড়ির চালক লবপ্রীত সিং (৩০), পুন্নু (৩০), ভীনা, গীতা দেবী (৬০) এবং এক বছর বয়সি একটি শিশু| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|