
বুধবারই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ও সাম্বা জেলায় সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলিকে নিশানা করে গোলা ছুড়েছে পাক সেনাবাহিনী| পাক হামলায় মৃত্যু হয় পাঁচজন নিরীহ গ্রামবাসীর| ২৪ ঘন্টার মধ্যে আবারও হামলা চালাল পাক সেনাবাহিনী| এবার উত্তপ্ত হল বারামুল্লা জেলার উরি সেক্টরের, কামাল কোট এলাকা| এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই|