
জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, ‘এই ধরণের অপরাধের বাড়বাড়ন্ত রুখতে তিনি(প্রধানমন্ত্রী) নতুন আইন প্রনয়ণ করেছেন। যা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। এই আইন অনুসারে দোষীকে ফাঁস সাজা দেওয়া হবে।’
অন্যদিকে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা তথা রাজ্যের মন্ত্রী ওম প্রকাশ রাজভরকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর জন্য জনসভায় উপস্থিত সাধারণ মানুষের কাছে আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, কাঠুয়া, উন্নাও গণধর্ষণ কাণ্ড গোটা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকারও কঠোর আইন প্রনয়ণ করেছেন কিন্তু তার পরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।