
প্রসঙ্গত, হিমাচল প্রদেশে বিজেপির কাছে হেরে গেলেও গুজরাটে বিজেপিকে জোর টক্কর দিয়েছে কংগ্রেস। বিহারে দলের কার্যকারিতা দেখবেন বিরেন্দ্র সিং রাঠোর এবং রাজেশ লিলোথিয়া। বিহারের দলের হাল ফেরানোর জন্য এই দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সংখ্যালঘু সেলের দায়িত্বে এতদিন ছিলেন খুশিদ আহমেদ সইদ। তার জায়গায় দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে নাদিম জাভেদ। কর্ণাটকে বিজেপিকে রুখে দিয়ে এখন রীতিমতো চাঙ্গা কংগ্রেস। আর এই সুযোগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য এখন থেকেই সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করছে কংগ্রেস।