নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ রাজ্যে পার্টি অফিস উচ্ছেদ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী৷ রবিবার এক প্রেস বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার দায়িত্ব নেয়ার দুমাস অতিক্রান্ত হওয়ার পরও রাজ্যের বিভিন্ন স্থানে শাসক জোট আশ্রিত দুর্বৃত্তদের ফ্যাসিষ্টসুলভ আক্রমণ, অগণতান্ত্রিক ভাবে সিপিআই(এম) অফিস ভেঙ্গে দেয়ার ঘটনা অব্যাহত থাকায় রাজ্য সম্পাদকমন্ডলী তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে৷ গতরাত ১টা থেকে দেড়টার মধ্যে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা খোয়াই শহরে লালছড়ার নজরুল পল্লীতে পুরপরিষদের কর্মী জয়ন্ত মোহন বনিক, নির্মল রায়, সরকারি সুকল শিক্ষক অশোক দাস, অলক দাস, সুভাষ পার্ক এলাকার সিপিআইএম সদস্য দিপালী দেবের বাড়িতে আক্রমণ সংগঠিত করেছে৷ জয়ন্ত মোহন বনিকের বাড়ির গেট, বারান্দার গ্রীল ও দরজা ভেঙ্গে ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ করে৷ তিনি অল্পের জন্য রক্ষা পান৷ অলক দাসের গেট ও দরজা ভেঙ্গে তার ৮৫ বছর বয়সী বৃদ্ধা মা উষারানী দাসকে আক্রমণের চেষ্টা করে৷ অশোক দাসের বাড়ির গেট ও বারান্দার গ্রীল ভাঙচুর করে৷ দিপালী দেবের বাড়ির গেট ও বাউন্ডারী ওয়াল ভাঙচুর করে৷ একটি ক্ষেত্রেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি৷
গতকাল কাঞ্চনপুর মহকুমার উত্তর তুইসামা এডিসি ভিলেজ জোর করে দখল নিতে আইপিএফটি দুর্বৃত্তরা সরকারি অফিসার ও পুলিশের সামনে সিপিআইএম এর ভিলেজ সদস্য নবজ্যোতি ত্রিপুরা, তার ছেলে নির্মল ত্রিপুরা সহ ৫ জনকে আক্রমণ করে আহত করে৷ মহিলা চেয়ারম্যানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে৷ নবজ্যোতি ত্রিপুরা সহ ৩ জনকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করতে হয়৷ শুক্রবার রাতে খয়েরপুরের সুকান্ত পল্লীতে সিপিআইএম কর্মী সুমন সরকারকে প্রচন্ড মারপিট করে বিজেপি দুর্বৃত্তরা৷ এর আগে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য তাহেরা খাতুন ও তার কলেজ পড়ুয়া ছেলে সুমন মিয়াকে মারপিট করা হয়৷
আজ কৈলাশহরের চন্ডিপুরে সিপিআইএণ কর্মীরা সাংগঠনিক কাজকম৪ করার সময় বিজেপির দুর্বৃত্তরা হামলা করে অফিসটি জবরদখলের চেষ্টা করে৷ অফিসটি জোত জমির উপর নির্মিত৷ পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়৷ আজ সরকারি প্রশাসন সাব্রুমে সিপিআইএণ মহকুমনা অফিসের একাংশ বুলডজার দিয়ে ভাঙচুর করে৷ বিলোনীয়া রাজনগর ব্লকের রাধারনগর, রাঙ্গামুূড়া, কৃষ্ণপুর, জয়চাঁদপুর, নীহারনগর, ভবানীপুর সিপিআইএম অফিস বুলডজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়৷ প্রশাসন কোন উপযুক্ত নোটিশ পর্যন্ত দেয়নি৷
বিজেপি আইপিএফটি জোট সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং তাদের আশ্রিত সমাজবিরোধীদের হিংস্রতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে রাজ্য সম্পাদকমন্ডলী গণতন্ত্রপ্রিয় রাজ্যবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে৷