নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ আগরতলার কাছে ৭৯টিলায় বিদ্যুৎ নিগমের সাব স্টেশনে শনিবার দুপুরে ভয়াবহ অগ্ণিকান্ড ঘটে৷ তাতে

সাব স্টেশনের ১১ কেবি পেনেলটি পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ অগ্ণিকান্ডের সাথে সাথে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে আচমকা এই সাব স্টেশনে আগুন লেগে যায়৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টারও বেশী সময় ব্যয় করে আগুন নিয়ন্ত্রণে আনে৷ অগ্ণিকান্ডের সাথে সাথেই জিবি এলাকার পাশাপাশি, লিচুবাগান, আইটিআই, মহাকরণের পাশের একাংশে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ তবে জরুরী ক্ষেত্রগুলিতে বিদ্যুৎ পরিষেবা অবশ্য চালু রাখা হয়৷ জানা গিয়েছে এই সাবস্টেশনের ১১ কেভি পেনেলের যন্ত্রাংশগুলি বহু পুরনো৷ সংস্কার করা হয়নি৷