
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে প্রাতঃরাশ তৈরি করার জন্য স্টোভে আগুন জ্বালান এ অরুলমারি নামে ওই মহিলা| তখনই এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| বিস্ফোরণের পরই আগুন ধরে যায়| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে| দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়| তবে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৪৫ বছর বয়সি এ অরুলমারি| দগ্ধ অবস্থায় ওই মহিলার স্বামী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| কী কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হল, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, লিকেজ থাকার কারণেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়|