
শনিবার ১২ তারিখ কর্ণাটক বিধানসভার ভোট হয় এবং ১৫ তারিখ সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা৷ মঙ্গলবার সকাল ১০টা-সাড়ে ১০টা নাগাদ এই রাজ্যে বিজেপির সরকার গড়ার সম্ভাবনা প্রকট হয়ে দেখা দিতেই যথারীতি ৩৫,৫৫৬ পয়েন্ট থেকে এক ধাক্কায় সেনসেক্স বেড়ে গেল ৩৫,৯৯৩-এ। ভোটের আগে থেকেই শেয়ার বাজারের দালাল সংস্থাগুলি বিনিয়োগকারীগের কাছে বার্তা পাঠানোর কাজ শুরু করে দিয়েছিল। তাদের একটাই বক্তব্য ছিল, কর্নাটকে এবার বিজেপি সরকার গড়তে চলেছে। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি। স্বাভাবিক ভাবে বাজিমাত, টাকা লাগান যতটা বেশি সম্ভব।
সূচক চড়তেই স্বস্তির শ্বাস দেখা দিয়েছে বাজার বিশেষজ্ঞদের মুখে। সবাইকে অযথা ঝুঁকি না নিয়ে নিয়ম মেনেই লেনদেন চালু রাখতে পরামর্শ দিয়েছেন তাঁরা। শেয়ার বাজারের প্রায় সব বড় কোম্পানির শেয়ারই ভালো ব্যবসা করছে।