
অন্যদিকে কংগ্রেসের আর এক নেতা তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মণু সিংভি বলেন, ‘এই নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা কাজ করেছে। আর তা থেকেই ফায়দা তুলেছে বিজেপি। এর জন্য দলীয় প্রচারকে দায়ী করা উচিত হবে না। অন্যদিকে জেডি(এস)-এর জোট গড়ার বিষয়টি এখনই খারিজ করে দিতে রাজি নয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৭টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ৭৩ এবং জেডি(এস) ৪০ এবং অন্যান্য ২টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। কর্ণাটকের কংগ্রেস নেতা কে জে জর্জ বলেন, বহু কংগ্রেস প্রার্থীই জিতেছে। কংগ্রেসকে কেউ মুছে দিতে পারবে না। ফলাফলের পর্যালোচনা করা হবে।