
দীর্ঘ দিন ছবিতে অভিনয় না করলেও টিভিতে বিভিন্ন রিয়ালটি শো-এ তাঁকে প্রায়ই দেখা যেত বিচারকের আসনে। কিন্তু পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় সেখান থেকেও সরে যান। রাজনৈতিক জীবন থেকেও অব্যাহতি নিয়েছেন। কোনও সামাজিক উৎসব, অনুষ্ঠানেও বিশেষ আসতেন না। শেষ বার ‘হাওয়াইজাদে’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। ২০০৯ সালে ‘লাক’ ছবিতে চপার থেকে লাফিয়ে পড়ে স্টান্ট করতে গিয়ে সময়ের ভুলে বেকায়দায় পড়ে গিয়ে পিঠে চোট পান মিঠুন। তারপর থেকেই সেই যন্ত্রণায় ভুগছেন তিনি।
জানা যাচ্ছে, চিকিৎসায় উন্নতি হচ্ছে মিঠুনের। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। শিগগিরি হয়তো ছোটপর্দাতে ফের দেখা যাবে তাঁকে। মিঠুনকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার ‘হাওয়াইজাদে’ ছবিতে।