নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ মে৷৷ রাজধানীর পর মহকুমা৷ শুরু হয়েছে সরকারী জমিতে গড়ে ওঠা অবৈধ পার্টি অফিস ভাঙার প্রশাসনিক দৌড়ঝাঁপ৷ এরই অঙ্গ হিসাবে শুক্রবার দিনভর খোয়াই মহকুমার বিভিন্ন স্থানে মোট ২টি অবৈধ পার্টি অফিস গুড়িয়ে দিল খোয়াই মহকুমা প্রশাসন৷ শুক্রবার দুপুরে খোয়াই জেলা শাসক ড সন্দীপ এন মাহাত্ব্যে এবং মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে মহকুমার বিভিন্ন স্থানে সরকারী জায়গায় গড়ে ওঠা সিপিএম ও আপিএফটি দলের মোট ২টি স্থানে ড্রজার ও শ্রমিক দিয়ে অস্থায়ী পার্টি অফিস গুড়িয়ে দিলেন৷ মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য মিডিয়াকে জানালেন, জনস্বার্থে সরকারী জায়গায় যেসব সংস্থার অফিস রয়েছে সেই অফিসগুলি তুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে৷ সে অনুযায়ী বিগত ৯ এপ্রিল প্রথম নোটিশ ইস্যু করা হয়৷ খোয়াই মহকুমায় বিভিন্ন পার্টির মোট ২৮টি অফিস সনাক্ত করা হয়৷ এরমধ্যে ২৬টি অফিসের ক্ষেত্রে নোটিশ ইস্যু করা হয়৷ মে মাসে দ্বিতীয় নোটিশ জারি করা হয়৷ যার সর্বশেষ দিন ছিল ১০ ই মে৷ এরপরও দেখা যায় বিভিন্ন দলের ১৮টি অফিস রয়ে গেছে যে অফিসগুলি সরানোর কাজ শুরু হয়েছে৷ এরমধ্যে ৬টি অফিস নিয়ে একটি দল কাগজপত্র দর্শানোর কথা প্রশাসনকে জানিয়েছে৷ সেই মোতাবেক তাদেরকে স্বল্প সময় দেওয়া হয়েছে৷ তবে যাইহোক সরকারী জমিতে যেসব অবৈধ অফিস রয়েছে সেগুলি ধীরে ধীরে সরানো হবে বলেও জানান মহকুমা শাসক৷
2018-05-12