নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ মে৷৷ খোয়াই থানাধীন চরগণকী এলাকায় একটি অল্টো গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমানে নেশা সামগ্রী৷ গোপন সংবাদের ভিত্তিতে খোয়াইয়ের এসডিপিও, খোয়াই থানা এবং সুভাষপার্ক আউটপোষ্ট এর যৌথ অভিযানে এই বিরাট সাফল্য আছে৷ খোয়াই থানাধীন চরগণকী এলাকায় খোয়াই-আগরতলা সড়কে টিআর-০১-এএন-০৩২২ নম্বরের একটি অল্টো গাড়ীটিকে আটক করা হয়৷ এই অভিযানের নেতৃত্ব দেন এসডিপিও রঙ্গদুলাল দেববর্মা, খোয়াই থানা ওসি সুরজ ভট্টাচার্য্য, সুভাষপার্ক আউটপোষ্টের ওসি স্বপন দাস, এএসআই সুমন দে সহ বিশাল পুলিশ বাহিনী৷ আটক করা অল্টো গাড়ি থেকে উদ্ধার হয় ৩৮৬ বোতল ফেন্সিডিল৷ এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী মিডিয়াকে জানান, নেশা বিরোধী অভিযান গোটা রাজ্যজুড়েই চলছে৷ সেই লক্ষ্যেই খোয়াইতেও নেশা বিরোধী অভিযান অব্যহত রয়েছে৷ বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই চরগণকীতে উৎপেতে বসেছিল পুলিশ৷ খবর ছিল আগরতলা থেকে একটি অল্টো গাড়ীতে করে ফেন্সিডিল আসছিল খোয়াইয়ের দিকে৷ স্বভাবত এগুলি খোয়াই হয়ে বাচাইবাড়ী, আশারামবাড়ী হয়ে চলে যায় কমলপুরের দিকে৷ খোয়াইয়ের এসডিপিও’র কাছেই প্রথম গোপন সংবাদটি আসে৷ খবর পাওয়া মাত্র খোয়াইয়ের বিভিন্ন স্থানে পুলিশ উৎপেতে বসে৷ পদ্মবিল হয়ে খোয়াইয়ের দিকে আসার পথে অল্টো গাড়িটিকে আটক করা হয়৷ কিন্তু মুহূর্তেই গাড়ীর চালক পালিয়ে যায়৷ কিন্তু গাড়ীটিতে তল্লাশি চালিয়ে পিএইচপি-৭০৭৭ এবং পিএইচপি -৭০৫১ দুটো ব্যাচে ৩৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ৷ আটক করা অল্টো গাড়ী সহ নেশা সামগ্রী খোয়াই থানায় নিয়ে আসা হয়৷ এদিকে, খোয়াই থানার ওসি জানান, খুব শীঘ্রই অল্টো গাড়ীর সূত্র ধরেই ফেন্সিডিলের মতো নেশা সামগ্রীর এই র্যাকেটের পর্দা ফাঁস করতে উদ্যোগী পুলিশ৷
2018-05-10