নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে ৷৷ বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশ পাওয়ামাত্র আগরতলা থেকে উড়ে গেলেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷ কর্ণাটকে নির্বাচনী প্রচারে যীষ্ণু দেববর্মণকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে৷ রাজ্য প্রশাসন এবংপার্টির বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, শনিবার দুপুরে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সরাসরি উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণকে ফোন করেন৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বার্তালাপ হয়৷ এর পরেই তিনি সচিবালয় থেকে সরাসরি বিমানবন্দরে চলে যান৷ জানা গেছে, কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপি’র জাতীয় নেতৃত্ব যীষ্ণু দেববর্মণকে বিশেষ দায়িত্ব দিতে চাইছে৷ রবিবার থেকে বেঙ্গালুরুতে নির্র্বচনী প্রচারাভিযান শুরু করবেন যীষ্ণু দেববর্মণ৷ কর্ণাটকে বেশ কিছু এলাকায় যীষ্ণু দেববর্মণকে প্রচারে পাঠানো হবে বলে পার্টি সূত্রে জানা গেছে৷ চারটি সভায় তিনি ভাষণ দেবেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ঠিক কতদিন কর্ণাটকে থাকবেন তা এখনও স্পষ্ট নয়৷ তবে সচিবালয়ের সূত্রে জানা গেছে, কার্যালয় থেকে বের হওয়ার আগে তিনি তাঁর অধীনস্থ বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বৈঠক করেছেন৷ তবে চার দিনের আগে তিনি রাজ্যে ফিরে আসতে পারবেন না বলেই আধিকারিকদের ধারণা৷ এক্ষেত্রে এই চারদিনের যাবতীয় কাজকর্ম তিনি গুছিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে৷
2018-05-06