হায়দরাবাদ, ৬ মে (হি.স.) : ইউসুফ পাঠানের ঝোড়ো ইনিংসে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ৷ শনিবার রাতে একাদশতম অাইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে কেন উইলিয়ামসনের ‘অধিনায়কোচিত’ ব্যাটিং এবং শেষের ওভারে ইউসুফ ধামাকাতে দিল্লি ডেয়ারডেভিলসদের হারতে হল হায়দরাবাদের কাছে৷ এই জয়ের ফলে পয়েন্ট টেবলে একনম্বরে উঠে এল কেন উইলিয়ামসনব্রিগেড৷ প্রথম ব্যাট করে সানরাইজার্সদের সামনে ১৬৪ রানের টার্গেট রাখে ডেয়ারডেভিলস৷ এক বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় উইলিয়ামসনব্রিগেড৷
১৬৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্সের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং অ্যালেক্স হ্যালস দলকে দারুণ শুরু করেন৷ ন’নম্বর ওভারে অমিত মিশ্রের বলে আউট হয়ে অ্যালেক্স যখন ফিরে যাচ্ছেন তখন সানরাইজার্সের স্কোরবোর্ড ৭৬ ছুঁয়েছে৷ ব্যক্তিগত ৪৫ রান করে ডাগ-আউটে ফেরেন অ্যালেক্স৷ দু’ওভার পর ৩৩ রান করে অমিত মিশ্রের বলে আউট হন শিখরও৷ এরপর সানরাইজার্সদের স্কোরবোর্ডকে সচল রাখার কাজটা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন৷ পরে ইউসুফ পাঠান ১২ বলে অপরাজিত ২৭ রানের একটি ঝোড় ইনিংস খেলে হায়দরাবাদের জয় নিশ্চিত করেন৷
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক পৃথ্বী শ ওপেনিংয়ে ডেয়ারডেভিলসদের ভরসা যোগান৷ ৩৬ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেন ডেভিলসের তরুণ তুর্কি৷ পৃথ্বী ছাড়াও ডেভিলসদের হয়ে ৩৬ বলে ৪৪ রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ পৃথ্বীর ব্যাটে দারুণ শুরুয়াত পেয়েও ২০০ গন্ডি টপকাতে পারেনি দিল্লি৷ যার পুরো কৃতিত্ব সানরাইজার্স বোলিং স্কোয়াডে আফগানি স্পিন-অস্ত্র রশিদ খানকে দেওয়া চলে৷ চার ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে পৃথ্বী শ এবং ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন রাশিদ৷