
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোড়া বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা| বিস্ফোরণের পরই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্নভিন্ন দেহ| কাবুল অ্যাম্বুল্যান্সে সার্ভিসের প্রধান মহম্মদ আসিম জানিয়েছেন, পৃথক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন, এছাড়াও আহত ৩০ জনের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| হতাহতদের মধ্যে বেশ কয়েকজন সংবাদ কর্মী রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে|
উল্লেখ্য, কিছুদিন আগেই, গত ২২ এপ্রিল আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল| আইডি ডিস্ট্রিবিউশন এবং ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের হামলায় মৃত্যু হয় অন্তত ৬৯ জনের| সে দিনের হামলার আতঙ্ক এখনও কাটেনি, এরই মধ্যে জোড়া বিস্ফোরণে রক্তাক্ত হল কাবুল| এদিনের হামলার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|