
অন্যদিকে, বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করা হয়েছে ন্যাশনাল কনফারেন্সের তরফ থেকে। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক ট্যুইটবার্তায় দলের নেতা জুনেদ মাট্টু লিখেছেন, ‘নিচুতলা নিরীহ এক রাজনৈতিক কর্মীকে গুলি করা কোনও সাহসিকতা নয়। এটা ভীরুতার পরিচয়। বিজেপিকর্মীসহ যে কোনও নিরীহকে এই ভাবে আক্রমণ করা লজ্জাজনক বিষয়। স্বাধীনতা সংগ্রামের জন্য মোটেও এটা সেরা বিজ্ঞাপণ নয়। প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া।’ পরে এই ট্যুইটবার্তাকে রিট্যুইট করেন ন্যাশনাল কনফারেন্সের কার্যকারী সভাপতি ওমর আব্দুল্লা। অন্যদিকে অভিযুক্ত জঙ্গিদের গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে সোমবার সকালেও থমথমে থাকে শ্রীনগরের আলোচি বাগ এলাকা।