সিপিএম কর্মীর অস্বাভাবিক মৃত্যু, খোঁজ নিতে শান্তিরবাজারে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক মানিক সরকার সহ সিপিএমের এক প্রতিনিধি দল শনিবার

শান্তিরবাজারে মৃত সিপিএম কর্মীর বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা৷ ছবি নিজস্ব৷

শান্তিরবাজারে যান৷ সেখানে দলের কর্মীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে খোঁজ খবর নিয়েছেন৷ সেই সাথে শান্তিরবাজার পার্টি অফিসও দেখে আসেন৷ এই পার্টি অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছিল নির্বাচনের ফলাফল ঘোষণার পর৷

সংবাদে প্রকাশ, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন পর শান্তিরবাজারে সিপিএমের কর্মী রাকেশ ধরের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সিপিএমের অভিযোগ এটি রাজনৈতিক হিংসায় খুনের ঘটনা৷ যদিও পুলিশ একটি আস্বাভাবিক মৃত্যু তথা আত্মহত্যার ঘটনা বলে দাবি করেছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সাংসদ শংকর প্রসাদ দত্ত, বিধায়ক বাদল চৌধুরীসহ সিপিএম নেতৃত্ব শনিবার শান্তিরবাজারে যান৷ যেখানে রাকেশ ধরের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই এলাকাও ঘুরে দেখেছেন৷ তাঁরা কথা বলেছেন নিহতের পরিবারের লোকদের সাথে৷ পরে সিপিএম নেতৃত্বরা শান্তিরবাজারস্থিত দলের পার্টি অফিসে যান৷ এই পার্টি অফিসটিও নির্বাচনের ফল ঘোষণার পর ভাঙচুর করা হয়েছিল৷ সিপিএমের দাবি বিজেপির কর্মীরা এই ভাঙচুরের ঘটনার সাথে যুক্ত৷ তারপর সিপিএম নেতৃত্ব চলে যান বিলোনীয়ায়৷ বিলোনীয়া পার্টি অফিস ঘুরে দেখেন৷ তারপর তাঁরা সোনামুড়া হয়ে আগরতলায় চলে আসেন৷ একটি সূত্রে জানা গিয়েছে, সিপিএম নেতৃত্ব এদিন যখন বিলোনীয়া ও শান্তিরবাজার সফরে গিয়েছিলেন তখন একাংশ লোক তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে৷ যদিও পুলিশের তৎপরতায় কোন বিশৃঙ্খলা ঘটেনি বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *