
এদিন তিনি বলেন, শুধুমাত্র উন্নয়ন ইস্যুতেই আমরা নির্বাচন লড়ছি। আর এই ইস্যুতে ওরা (বিরোধীরা) আমাদের কোনওদিন হারাতে পারবে না। আর এটাই দল হিসেবে আমাদের শক্তি। মানুষকে বিভ্রান্ত করে আমরা নির্বাচনে জিততে চাই না। দলীয় সাংগঠনিক ক্ষমতা এবং জনতার আস্থাকে পাথেও করেই আমরা নির্বাচন জিততে চাই। কর্ণাটকের জন্য আমাদের তিনটে এজেন্ডা রয়েছে। সেইগুলি হল উন্নয়ন, দ্রুত উন্নয়ন এবং সবার জন্য উন্নয়ন। যারা জাতপাতের রাজনীতি করে তারা উন্নয়ন নিয়ে আলোচনা করতে ভয় পায়। তারা নির্দিষ্ট সম্প্রদায়কে প্রতিশ্রুতি দেয় এবং অন্য সম্প্রদায়ের কাছেও একই প্রসঙ্গের পুনঃরাবৃত্তি তারা করে।’
কংগ্রেসের নিন্দায় মুখোর হয় প্রধানমন্ত্রী বলেন, ‘মূলধারার কংগ্রেসীদের অপকর্ম এবং পাপে ভারতীয় রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করে চলেছে। পরিস্থিতি তখনই ভাল হবে যখন কংগ্রেস মুক্ত সংস্কৃতি গড়ে তোলা হবে। জাতপাতের রাজনীতি করা মানুষেরা দেশের উন্নয়ন নিয়ে কোনওদিন ভাবেনি।’ বিজেপির এক নেতার প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বেঙ্গালুরু শুধুমাত্র কর্ণাটকে আটকে রাখা যাবে না। গোটা বিশ্ব বেঙ্গালুরুর দিকে তাকিয়ে রয়েছে। আগামীদিনে দেশের আদর্শ শহর (মডেল সিটি) হিসেবে উঠে আসবে বেঙ্গালুরু।’ দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘পানীয় জল, সড়ক, শিক্ষা, পয়প্রণালীসহ একাধিক বিষয়ে ২৫-৩০ বছরের দীর্ঘমেয়াদি প্রকল্পের দরকার। যাতে করে পরিকাঠামোগত সমস্যাগুলি সমাধান করা যায়।’কর্ণাটকের বর্তমান রাজ্য সরকারের নিন্দায় মুখোর হয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরে জাতীয় সড়ক তৈরি জন্য কর্ণাটকের সরকারকে ১৭০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত ১০০০ কিলোমিটার সড়ক তৈরি করতে পারেনি তারা। কিন্তু আমরা ১৫০০ কিলোমিটার সড়ক তৈরি করেছি।