নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকাল সারে দশটায় স-স্ত্রীক পরিবার সহ ড শ্যামা প্রসাদ মুখার্জী সরণি রোডে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে প্রবেশ করেছেন৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এতদিন তিনি ভাড়া বাড়ীতেই থাকতেন৷ প্রয়োজনীয় সংস্কারের পর আজই মুখ্যমন্ত্রী শ্রীদেব সরকারী বাসভবনে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করেন৷ সরকারী বাসভবনে প্রবেশের পর হিন্দু শাস্ত্র অনুযায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তাঁর স্ত্রী নিতি দেব পূর্জার্চনা করেন৷ সে সময় মুখ্যমন্ত্রীর মাতা, ছেলে-মেয়ে, আন্তর্জাতিক জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, তাঁর কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড মিলিন্দ রামটেকে, মুখ্যমন্ত্রীর আত্মীয় পরিজন উপস্থিত ছিলেন৷
সংক্ষিপ্ত অনুষ্ঠানে শেষে আজ সারা রাজ্যে স্বচছ ভারত অভিযান কর্মসূচির প্রসঙ্গে সাংবাদিকদের শুধু প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, স্বচ্ছ ভারত মানে ড্রেইন পরিস্কার করা বা ঝাড়ু দেওয়া নয়৷ স্বচছ ভারত মানে স্বচ্ছ মানসিদ্ধকতা তৈরি করা, স্বচ্ছ সরকার তৈরি করা৷ এটাই হচ্ছে মূল বিষয়৷ তিনি বলেন, সমাজে ব্যক্তি যদি মানসিক ভাবে স্বচ্ছ হয় তবে আপনা আপনি সমাজও স্বচ্ছ হয়ে যাবে৷ মুখ্যমন্ত্রী স্বচ্ছ জীবনযাপন অতিবাহিত করার জন্যও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এদিকে, নতুন রাজভবনের উদ্বোধন করেছেন রাজ্যপাল তথাগত রায়৷নতুন রাজভবনে যাচ্ছেন রাজ্যপাল৷
2018-04-19