পাঁচ দিনের বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : সোমবার পাঁচ দিনের সুইডেন এবং ব্রিটেন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেখান থেকে ফেরার পথে তিনি কিছুটা সময় জার্মানির বার্লিনে যাবেন| সেখানে জার্মান চ্যান্সিলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠক করবেন|
এদিন বিশেষ বিমানে ওঠার আগে, প্রধানমন্ত্রী তার এক বিবৃতিতে জানিয়েছেন, এই পাঁচ দিনের সফরে তিনি দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন| এছাড়াও ইন্দো-নর্ডিক সম্মেলনে তিনি অংশ গ্রহণ করবেন| পাশাপাশি কমনওয়েলথের রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি অংশ গ্রহণ করার জন্যই ব্রিটেন এবং সুইডেন যাচ্ছেন বলে জানিয়েছেন| মঙ্গলবার সন্ধ্যায় তার এই বিশেষ যাত্রায় তিনি প্রথমে স্টকহোমে ইন্দো-নর্ডিক সম্মেলনে যোগ দেবেন| প্রসঙ্গত প্রধানমন্ত্রীর এটাই প্রথম সুইডেন সফর গেলেন|
সফরের পূর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সফরের উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করা এবং গণতান্ত্রিক মুক্ত চিন্তাধারায় নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা| জানা গিয়েছে প্রধানমন্ত্রী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ব্রিটেনে থাকবে| তিনি বুধবার লন্ডনে ‘ভারত কি বাত–সবকে সাত’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন| এই অনুষ্ঠানে তিনি প্রবাসী ভারতীদের পাশাপাশি অন্যান্যদের ভারত সম্বন্ধীয় সকল প্রশ্নের সরাসরি উত্তর দেবেন| প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, তিনি এই সুযোগের জন্য অপেক্ষা করে আছেন| সেখান থেকে ফেরার পথে তিনি কিছুটা সময় জার্মানির বার্লিনে যাবেন| সেখানে জার্মান চ্যান্সিলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠক করবেন|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *