নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ রাজ্য সরকারের অগ্রাধিকার হলো বিভিন্ন কাজে স্বচ্ছতা সুনিশ্চিত করা৷ স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে দুর্নীতি বন্ধ করা যাবে না৷ আর দুর্নীতি বন্ধ না হলে উন্নয়নও হবে না৷ আজ প্রজ্ঞা ভবনে ই-টেন্ডারিং বিষয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ অর্থ দপ্তর আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ অংশ নিয়েছেন৷
উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়ন হলো রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য৷ স্বচ্ছতা এবং উন্নয়ন হাত ধরাধরি করে চলে৷ তিনি এক দিনের এই কর্মশালার সাফল্য কামনা করেন৷ কর্মশালার শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে ই-টেন্ডারিং বিষয়ে আলোচনা করেন অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু৷ আলোচনা করেন অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব পি আর ভট্টাচার্য৷ উদ্বোধনী পর্বের পর ই-টেন্ডারিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়৷
2018-04-14