নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণমন্ত্রী জুয়েল ওরাং৷ তিনি রাজ্যর চাকমা জনজাতি গোষ্ঠীর বিজু উৎসবে যোগ দেবেন৷ বিজেপি’র রাজ্য সদর দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের জনজাতি গোষ্ঠী চাকমা সম্প্রদায়ের বিচারচরিত উৎসব বিজুতে যোগ দিতে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাং রাজ্য আসছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী চাকমা অধ্যুষিত এলাকাগুলিতে যাবেন৷ যদিও অন্য কোনও সরকারি কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা নেই৷ কেন্দ্রীয় উপজাতি কল্যাণমন্ত্রী রাজ্যের চাকমা সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও একদফা বৈঠক করবেন৷ রাজ্যের জনজাতি নেতাদের সঙ্গে তাঁর একদফা বৈঠক হবে বলেও পার্টি সূত্রে জানা গেছে৷ রাজ্যের ১৯টি জনজাতি সম্প্রদায়ের মধ্যে চাকমা একটি৷ চাকমারা ত্রিপুরার, বাংলাদেশের চট্টগ্রাত্বেমর পার্বত্য অঞ্চল, খুব কম সংখ্যায় মিজোরামের কয়েকটি এলাকা এবং অরুণাচলের কিছু অংশে বসবাস রয়েছে৷ তবে ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকাতেই তাদের সংখ্যা সবচেয়ে বেশি৷ চাকমারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী৷ বাংলা মাসের চৈত্র সংক্রান্ত অর্থাৎ বছরের শেষ দিনটিতে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁরা রিজু উৎসব পালন করেন৷ দিনটিতে চাকমারা তাঁদের সাধ্যমতো গরিব অংশের জনগণকে সাম্প্রদায়িক ভেদাভেদকে উপরে উঠে ভোজনের আমন্ত্রণ জানান৷ বিভিন্ন দিক থেকে এই দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়৷
2018-04-13