পড়ুয়াদের মনে অঙ্ক ভীতির মোকাবিলা করতে বিশেষজ্ঞ কমিটি গঠন

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : পড়ুয়াদের মনে অঙ্ক ভীতির মোকাবিলা করতে সেই সংক্রান্ত বিভিন্ন সুপারিশ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, শিক্ষাবিদ ও সরকারি আধিকারিকদের নিয়ে গঠিত ওই কমিটি আগামী তিনমাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। তিনি বলেন, তেলেঙ্গনার উপ-মুখ্যমন্ত্রী কদিয়াম শ্রীহরির নেতৃত্বে গঠিত আরেকটি প্যানেল গঠন করা হয়েছে। তাদের কাজ হবে শিক্ষকদের আরও দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষনকে আধুনিক করা। এই কমিটিও তিনমাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।
তিনি অারও বলেন, ২০১৭ সালের ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভেতে উঠে এসেছে যে, অধিকাংশ পড়ুয়াদের মনে জটিল অঙ্ক নিয়ে একটা ভীতি রয়েছে। আমরা গুজরাটের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিং চুদাসামার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি।
প্রসঙ্গত, সমীক্ষাটি গত বছরের নভেম্বর মাসে দেশব্যাপী সরকারি ও সরকারি-সাহায্যপ্রাপ্ত স্কুলের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে করা হয়। সমীক্ষায় তৃতীয় ও পঞ্চম শ্রেণির জন্য ভাষা ও অঙ্ক বিষয়ের ওপর ৪৫টি নমুনা প্রশ্ন এবং অষ্টম শ্রেণির ক্ষেত্রে ৬০টি প্রশ্ন দেওয়া হয় অঙ্ক, ভাষা, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিষয়ের ওপর। এর মাধ্যমে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০০ জেলার অন্তর্গত প্রায় ১.১ লক্ষ স্কুলের ২৫ লক্ষ পড়ুয়াদের নিয়ে এই সমীক্ষা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *