ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে গঠিত হল ট্রাস্ট

আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : রাজন্য স্মৃতি বিজড়িত ত্রিপুরা সুন্দরি মন্দিরকে ট্রাস্টের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পূর্বে এই মন্দিরের জন্য স্থানীয় বিধায়কদের নেতৃত্বে একটি এডভাইজার কমিটি ছিল মাত্র।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ সাংবাদিকদের বলেন, পূর্বে একটি এডভাইজার কমিটি ছিল মন্দির পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করত। কিন্তু ত্রিপুরেশ্বরী মন্দির দেশের ৫১ পিঠ শক্তি পিঠের একটি। দেশ বিদেশের বহু পুন্যার্থী এবং পর্যটক এখানে আসেন। রাজ্য সরকার ত্রিপুরেশ্বরী মন্দিরকে ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, এই ট্রাস্টের চেয়ারম্যান হবেন মুখ্যমন্ত্রী। অন্যান্য সদস্যরা হলেন, রাজস্বমন্ত্রী, পর্যটন মন্ত্রী, স্থানীয় বিধায়ক, জেলা শাসক, মন্দিরের পুরোহিতরা, রাজ্যের মুখ্যসচিব এবং রাজস্য সচিব প্রমুখ। ট্রাস্টের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী হওয়ায় বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে। ট্রাস্ট ঘিরে অনেক ধরণের কাজও হবে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করা হয়েছে এবং পর্যটকদের গুরুত্ব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রাস্ট অনেকটাই তিরুপতি, বৈষ্ণুদেবী, সাইবাবা ট্রাস্টের মতই কাজ করবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *