বেল্লারি (কর্নাটক), ১৩ এপ্রিল (হি.স.): কর্নাটকের বেল্লারি জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন সদস্য| মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন এক শিশু সহ দু’জন| শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বেল্লারি জেলায়, ভাগ্যনগর গ্রামের সন্নিকটে সিরাগুপ্পা রোডে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, ড. সন্তোষ (৪৮), তাঁর স্ত্রী ড. অর্চনা (৪২), লক্ষ্মী (৩৭) এবং সিদ্দারামাপ্পা (৪৮)| গুরুতর আহত অবস্থায় এক শিশু সহ দু’জনকে তড়িঘড়ি উদ্ধার করে বিজয়নগর ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (বিআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, ড. সন্তোষের বাড়ি বিদার জেলার ভালকি তালুকের চালাকাপুর গ্রামে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে বেল্লারি শহরে গিয়েছিলেন ড. সন্তোষ| শুক্রবার প্রাইভেট গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি| ভাগ্যনগর গ্রামের সন্নিকটে সিরাগুপ্পা রোডে রাস্তায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ছোট্ট সেতুতে ধাক্কা মারে গাড়িটি| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ড. সন্তোষ ও তাঁর স্ত্রী ড. অর্চনা সহ মোট চারজন| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন এক শিশু সহ মোট দু’জন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|