লখনউ, ১৩ এপ্রিল (হি.স.) : বাঘের থাবায় প্রাণ হারালেন এক কৃষক। শুক্রবার নেপাল সীমান্ত লাগোয়া উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলার শাটেপরওয়া গ্রামের গম ক্ষেতে কৃষি কাজে ব্যস্ত ছিলেন বছর ৪৫-এর এক কৃষক। সেই সময় একটি বাঘ ওই ক্ষেতে ঢুকে পড়ে। কৃষকের উপর চড়াও হয় বাঘটি তার শরীরে থাবা বসিয়ে মাংস খুবলে নেয়। পরে রক্তাক্ত অবস্থায় ওই কৃষকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরা। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কৃষকের উপর বাঘের হামলার ঘটনাটি স্বীকার করে নিয়েছে ডিভিশনাল ফরেস্ট অফিসার অনিল কুমার প্যাটেল। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘ঘটনাস্থলে বন দফতরের আধিকারিকরা এবং কর্মীরা পৌঁছিয়ে গিয়েছে।’
এদিকে বাঘের থাবায় কৃষকের মৃত্যুকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়েছে। পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। পরে নিঘাসান থানার পুলিশ, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘাতক বাঘটিকে এখনও ধরতে পারেনি বন দফতরের কর্মীরা।