আগরতলা – ঢাকা রুটে চালু হচ্ছে বিমান পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ আগরতলা – ঢাকা রুটে চালু হচ্ছে বিমান পরিষেবা৷ আগরতলা থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে এটাই হবে প্রথম ধাপ৷ নীতি ফোরার্ম নর্থ ইস্টের বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে৷ আগরতলা বিমানবন্দরকে অতিসত্ত্বর আন্তর্জাতিক মানের উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলছে৷ এই প্রকল্পের কাজ শেষ হলেই আন্তর্জাতিক উড়ানের জন্য আগরতলা বিমানবন্দর ছাড়পত্র পাবে৷ নীতি আয়োগের উত্তর পূর্বাঞ্চলীয় বিভাগীয় বৈঠক শেষে ডোনারমন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ণের উত্তরে জানিয়েছেন, আগরতলা থেকে ঢাকায় বিমান চলাচল শুর হবেই৷ এই অঞ্চলের উন্নয়নের জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত করবে৷ বর্তমানে এই লক্ষ্যে কাজ শুরু হয়েছে৷ আগরতলা থেকে ঢাকা বিমান চলাচল এখন শুধু সময়ের অপেক্ষা৷ আর আগরতলা থেকে বাংলাদেশের সঙ্গে রেলে যোগাযোগও অতিসত্ত্বর শুরু হবে৷ তিনি বলেন, বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ আবার ত্রিপুরায় নতুন সরকার এসেছে৷ নতুন দৃষ্টিকোণ নিয়ে উন্নয়নের ধারাও বইতে শুরু করেছে৷ আগরতঞ্ছলা বিমানবন্দরকে অতিসত্ত্বর আন্তর্জাতিক মানের উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলেছে৷ ইতোপূর্বেও ঢাকা ও আগরতলার মধ্যে বিমান চলাচলের বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনায় স্থান পেয়েছে৷ আগরতলায় বিমানবন্দর আন্তর্জাতিক মানের না হওয়ায় তা এখনও শুরু করা সম্ভব হয়নি৷ যদিও ত্রিপুরা থেকে প্রায় প্রতিদিন বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেড যায়াতায় করছে রাজ্যের বেশ কিছু অংশের উদ্যোগপত্রি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *