চেন্নাই, ১০ এপ্রিল (হি.স.) কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়ার দাবিতে উত্তাল গোটা তামিলনাডু। তারই মাঝে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিন্তু কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়ার দাবিতে যে ভাবে চেন্নাইসহ গোটা তামিলনাডুতে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার জেরে চিন্তার ভাজ পড়েছে সংগঠকদের কপালে। ম্যাচটিকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য ৪০০০ পুলিশকর্মী চিপক স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে। অভূতপূর্ব নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথ।
এই প্রসঙ্গে বলতে গিয়ে এক আয়োজক জানিয়েছেন, রাজনৈতিক দলসহ বেশ কয়েকটি সংগঠন ম্যাচটিকে বাতিল তথা পিছিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়ে এসেছে। শুধু এই ম্যাচই নয়। এছাড়া আইপিএলের সাত ম্যাচও বাতিল করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সেই প্রেক্ষিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল নিরাপত্তার বেড়া জালে মুড়ে ফেলা হয়েছে চিপক স্টেডিয়াম। সংগক পক্ষ থেকে মনে করা হচ্ছে পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে করে দর্শক সমাগমও বেশি হবে না। এমনকি ফাঁকা গ্যালারিতেই ম্যাচ হওয়ার আশঙ্কা রয়েছে।