কাল আগরতলায় নীতি আয়োগের বৈঠক, আসছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ আগামী ১০ এপ্রিল ত্রিপুরার রাজধানী আগরতলায় বসছে তিনি আয়োগের বৈঠক৷ শনিবার রাতে রাজ্য প্রশাসনের কাছে এ সম্পর্কে খবর এসেছে৷ বৈঠকে যোগ দিতে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ যদিও তাঁর আসার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি৷ তবে আসছেন বহু কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ তবে রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, উত্তর-পূর্বাঞ্চলকে প্রধান্য দিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রস্তাবিত এই বৈঠক ঘিরে জোর তৎপরতা চলছে৷ বিভিন্ন কারনে ত্রিপুরায় নিতি আয়োগের বৈঠক যথেষ্ট তাৎপর্যয়পূর্ণ বলে মনে করা হচ্ছে৷ এই বৈঠককে কেন্দ্র করে আগামী ১০ এপ্রিল রাজ্যে আবশ্যই এই নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি এটা বলা যায়, আগামী ১০ এপ্রিল রাজ্যের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিনও৷ আগরতলায় প্রথমবারের মতো নিতি আয়োগের বৈঠক বসতে চলেছে৷ শনিবার সন্ধ্যায়ও রাজ্য প্রশাসনের অনেক আধিকারিক এমনটাও যে হতে পারে তা জানতেন না৷ জানা গেছে, আগামী ১০ এপ্রিল সোনারতরীর অতিথিশালায় এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে৷ রবিবার রাজ্য প্রশাসনের এক উচচপদস্থ আধিকারিক জানিয়েছেন, বৈঠকে যোগ দিতে সোমবার রাজ্যে চলে আসবেন ডোনারমন্ত্রী জিতেন্দ্র সিং সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা৷ ১০ এপ্রিল দুপুরে সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হওয়ার কথা৷
তথ্য সংসৃকতি দফতর সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার বিষয়েও কথাবার্তা চলছে৷ তবে এই বৈঠকে প্রধানমন্ত্রীর আসা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে৷ তবে রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এক ঘন্টার জন্য এসে উদ্বোধনী ভাষণ দিয়ে ফিরে যাবেন৷ আর তা সম্ভব না হলে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভাষণ দেবেন৷ বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর এই বৈঠক যথেষ্ঠ তাপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ কারণ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঐকান্তিক প্রচেষ্টাকে কেন্দ্র করেই অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য প্রশাসনের জনৈক আধিকারিকের মতেও আগামী ১০ এপ্রিল রাজ্যে নিতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি যথেষ্ট গুরত্বপূর্ণ৷ কেন্দ্রীয় সরকার এই বৈঠকের যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে৷ বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি বিষয়ে রাজ্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে৷ তার মধ্যে অবশ্যই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দিল্লিতে থেকে বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে কথা বলে রাজ্যের উন্নয়নে প্রকল্পের বাস্তবায়নে জোরালো দাবি এবং প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে উন্নয়নকে ত্বরান্বিত করার মতো বিষয়গুলো আছে৷
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুই দফায় দিল্লীতে গিয়েছেন রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিদের সাথে আলোচনার জন্য৷ দুই দফার সফরেই মুখ্যমন্ত্রী দিল্লী জয় করে ফিরেছেন বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল৷ রাজ্যের বেশ কয়েকটি ক্ষেত্রে পূর্বতন সরকার যে গুরুত্ব দেয়নি তা নতুন সরকারের প্রথম কদিনের মধ্যেই প্রকাশ পেয়েছে৷ প্রতিটি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রিরা মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে রাজ্যের সার্বিক উন্নয়নে ব্যাপক সহযোগিতা করা হবে৷ শিল্প, পর্যটন, কৃষি, যোগাযোগ, পরিকাঠামো উন্নয়ন সহ সরকারী কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের মন্ত্রিদের সাথে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *