দামাস্কাস, ৮ এপ্রিল (হি.স.) : ফের সিরিয়ায় রাসায়নিক বিষক্রিয়ায় ৭০ জনের মৃত্যুর খবর রবিবার প্রকাশ্যে এসেছে| শনিবার ঘৌটার পূর্বাংশে ডৌমা শহরে রাসায়নিক হামলা চালায় সিরিয়া সেনা। একটি স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থার দাবি প্রথমে একটি ক্লোরিন বোমা হাসপাতাল লক্ষ্য করে ছোড়া হয়। সেখানে মারা যান ৬ জন। স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা ‘হোয়াইট হেলমেট’ এই সংক্রান্ত একটি ট্যুইট করে জানায় নার্ভ এজেন্ট সহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক সম্বলিত বোমা হাসপাতাল লাগোয়া বহুতল লক্ষ্য করে ছোড়ে সেনাবাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ বেসরকারি বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির দাবি মৃতের সংখ্যা শতাধিক৷ যদিও, সিরিয়া সরকার রাসায়নিক হামলার এই অভিযোগকে “অতিরঞ্জন” বলে দাবী করেছে। আমেরিকার স্বরাষ্ট্র দফতর বিবৃতি দিয়ে বলেছে, নিজেদের নাগরিকদের ওপরেই রাসায়নিক হামলার ইতিহাস আছে সিরিয়া সেনার। এভাবে রাসায়নিক হামলায় সিরিয়াকে মদত দেওয়ার পিছনে রাশিয়াকেই দায়ী করেছে ট্রাম্প সরকার। অন্যদিকে, ব্রিটেনের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে৷ তারা এই ঘটনার পেছনে রাশিয়ার দিকেই অভিযোগের আঙুল তুলেছে| ব্রিটেন বলেছে, অগণিত সিরিয়ানদের ওপর রাসায়নিক হামলা করার দায় রাশিয়াকে নিতে হবে। যদিও সব অভিযোগ অস্বীকার করে বাশার আল আসাদের সরকারের তরফে পাল্টা দাবি করা হয়েছে, সব জায়গা থেকে দখল চলে যাওয়ার জন্য আতঙ্কিত হয়ে পড়ে ভুয়ো খবর ছড়াচ্ছে বিক্ষোভকারীরা। অন্যদিকে, সরকার বিরোধী ঘৌতা মিডিয়া সেন্টার টুইট করেছে যে এক হাজারের বেশী মানুষ এই রাসায়নিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছে একটি বড় ড্রামে করে একটি বোমা ফেলা হয় হেলিকপ্টার থেকে৷ ওই ড্রামে বিষাক্ত রাসায়নিক সারিন ছিল বলে জানা গিয়েছে৷ যদিও হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ার ওপর নজর রাখা হচ্ছে|
2018-04-08