
সলমন খানের জামিনের আবেদনের শুনানির জন্য শুক্রবার সকালেই যোধপুর দায়রা আদালতে পৌঁছে যান সলমনের আইনজীবী মহেশ ভোরা| কিন্তু, সলমনের জামিনের আবেদনে রায়দান স্থগিত রাখে আদালত| সলমনের আইনজীবী জানিয়েছেন, মামলা সংক্রান্ত যাবতীয় নথিপত্র তলব করেন বিচারপতি| এই কারণে তিনি মোট ৫১ পাতার জামিনের আবেদন আদালতে জমা দেন| সব কাগজপত্র খুঁটিয়ে দেখতে সময় লাগবে বলে আদালত শনিবার পর্যন্ত শুনানির জেরে রায়দান স্থগিত রেখেছে| অর্থাত্ সলমন খানকে আরও একরাত জেলে কাটাতে হবে|
এদিকে, জেলে গিয়ে প্রথম রাতটা না খেয়েই কাটালেন সল্লু মিঞা| জেলের খাবার মুখে তোলেননি মহাতারকা| যোধপুর সেন্ট্রাল জেলের ১০৬ নম্বর কয়েদি সলমনকে রাতে অন্যান্য বন্দিদের মতোই রুটি, ডাল এবং তরকারি খেতে দেওয়া হয়| কিন্তু, সলমন তা খাননি| তিনি বাইরে থেকে কোনও খাবার আনাননি| রাতে ঘুমানোর জন্য সলমনকে সাধারণ একটি চৌকি, একটি তোষক এবং কুলার দেওয়া হয়|