নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ প্রসবের সময় সদ্যজাত শিশুর নাক কেটে ফেলায় ধর্মনগর জেলা হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে৷ জানা গেছে, দেওয়ানপাশার বাসিন্দা পরিন্দ্র রায়ের স্ত্রী টিংকু নাগ শনিবার রাতে প্রসব যন্ত্রনা নিয়ে ধর্মনগর হাসপাতালে ভর্তি হন৷
রবিবার সকালে হাসপাতালের গাইনোকলজিস্ট ডাঃ অপ্রতি মোহন দেববর্মা ঐ গর্ভবতী মহিলার সিজারিয়ান ডেলিভারি করান৷ ঐ মহিলা পুত্র সন্তানের জন্ম দেন৷ মা ও ছেলেকে হাসপাতালের বেডে নিয়ে যাওয়ার পর লক্ষ্য করা যায় সদ্যজাত শিশুর নাক দিয়ে রক্ত পড়ছে৷ তাতে ধারণা করা হচ্ছে প্রসবের সময় শিশুর নাক কেটে ফেলেন চিকিৎসক৷ ঘটনা জানাজানি হতেই ঐ মহিলার পরিবারের সদস্যরা হাসপাতালে হৈ চৈ শুরু করেন৷ মুহূর্তের মধ্যে এই ঘটনা হাসপাতালের বাইরে ছড়িয়ে পরে৷
খবর পেয়ে বেশ কয়েকজন উত্তেজিত হয়ে হাসপাতালে চড়াও হন৷ দোষি চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা৷ এরই মাঝে মা ও সদ্যজাত শিশুকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এই ঘটনায় ধর্মনগর থানায় ঐ মহিলার পরিবারের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি৷